You are here
Home > বিনোদন > স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করতে যান চলচ্চিত্র অভিনয়শিল্পী ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদের নেতারা। তাঁরা ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছেন। মন্ত্রীর সঙ্গে কী বিষয়ে কথা হয়েছে, জানালেন চিত্রনায়ক রিয়াজ। তিনি কাঞ্চন-নিপুণ পরিষদের সহসভাপতি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন।রিয়াজ বলেন, ‘দেশের সাধারণ নাগরিক হিসেবে একজন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য আমরা কি যেতে পারি না? শুধু সৌজন্য সাক্ষাতের জন্য গিয়েছিলাম। মন্ত্রীর সঙ্গে সালাম বিনিময় করে এসেছি। আমি বলব, একজন ভালো মানুষের বাসায় গিয়েছিলাম। যিনি সুন্দরভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন। তিনি আমাদের সময় দিয়েছেন। এটা নিয়ে তো এত কিছু নেই।’নির্বাচন প্রসঙ্গে কোনো কথা হয়েছে কি না জানতে চাইলে রিয়াজ বলেন, ‘না না, নির্বাচন প্রসঙ্গে আমাদের কোনো কথা হয়নি। আমি আগেই বলেছি, সৌজন্য সাক্ষাতের জন্য গিয়েছিলাম। তিনি নিশ্চয়তা দিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিজের হাতে কন্ট্রোল করছেন। এটা আসলে বলাটাও লজ্জাজনক। কারণ, তিনি সবকিছুই সুন্দরভাবে দেখভাল করেন।’ গতকাল আপনি প্রার্থী পরিচিতি সভায় জানিয়েছিলেন, আপনাকে অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে। এসব কোনো বিষয় নিয়ে কি কথা হয়েছে? রিয়াজ বলেন, ‘দেখুন, এসব মন্ত্রীকে জানানোর বিষয় না। এটা আইন প্রয়োগকারীদের জানানোর বিষয়। সেটা জায়গামতো আমরা জানিয়েছি।’

নির্বাচনের পরিবেশ নিয়ে রিয়াজ বলেন, ‘বরাবরই আমাদের কাছে পরিবেশটা ভালো লাগছে। আমরা কারও কাছে তদবিরও করিনি। প্রকাশ্য কাউকে কিছুই বলিনি। আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করেই কাজ করছি। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হোক, সেটাই আমরা চাই।’
গত মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ প্যানেলের সহসভাপতি প্রার্থী রিয়াজ, সহসাধারণ সম্পাদক প্রার্থী সাইমন সাদিক, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন প্রমুখ। কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে ২১ জন অভিনয়শিল্পী নির্বাচনে অংশ নিচ্ছেন।

Similar Articles

Leave a Reply

Top