চিত্রনায়িকা পরীমণির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরবর্তী হাজিরার তারিখ আগামী ১০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদার আজ বুধবার পরবর্তী হাজিরার তারিখ ধার্য করেন ।
পরীমণি আজ সকালে এই মামলায় আদালতে হাজিরা দেন । পরীমণি ১২ নম্বর আদালতে সকাল পৌনে ১১টার দিকে প্রবেশ করেন । পরীমণির আইনজীবীরা উপস্থিত না থাকায় পরীমণি সেখান থেকে হাজতখানায় প্রবেশ করেন। আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী হাজতখানায় তার সঙ্গে দেখা করেন ।
পরীমণির আইনজীবী মো. মজিবুর রহমান জানান, জব্দকৃত দুটি গাড়ি, ল্যাপটপ ও মোবাইল চেয়ে আবেদন করেছেন পরীমণি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার হওয়ার পর এগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছিল। আদালত এ ব্যাপারে সাড়া দেননি।
গত ৩১ আগস্ট দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই মামলায় পরীমণির জামিন মঞ্জুর করেন ।
গত ৪ আগস্ট র্যাব বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে । পরীমণির বাসা থেকে বেশ কিছু মদের বোতল, ইয়াবা ও আইস উদ্ধার করা হয় বলে র্যাবের দাবি। এ ঘটনায় গত ৫ আগস্ট বনানী থানায় পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় পরীমণিকে গ্রেফতার দেখিয়ে তিন দফায় সাত দিনের রিমান্ডে নেয় মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে তাকে আটক রাখা হয় ।