You are here
Home > বিনোদন > অভিযোগ পাল্টা অভিযোগ, মামলা পাল্টা মামলার হুমকিঃ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 

অভিযোগ পাল্টা অভিযোগ, মামলা পাল্টা মামলার হুমকিঃ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 

জায়েদ খান ঘোষণা দিয়েছেন, তিনি চিত্রনায়িকা নিপুণকে প্রধান আসামি করে মামলা করবেন। আজ মঙ্গলবার তাঁর এই মামলা করার কথা রয়েছে। এদিকে জায়েদের এমন বক্তব্যে প্রথম আলোর পক্ষ থেকে নিপুণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জায়েদ খান যদি আমাদের নামে মামলা করে, তাহলে চলচ্চিত্রের স্বার্থে প্রয়োজনে আমি ওর বিরুদ্ধে ১০০ মামলা করব।’চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের সৃষ্ট জটিলতায় এসব কথা বলেন তাঁরা। নির্বাচন–পরবর্তী সময়ে জায়েদ খানের বিরুদ্ধে অনিয়ম ও নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে গত রোববার বিকেলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিপুণ ও তাঁর প্যানেলের অন্য সদস্যরা। সেখানে তিনি জায়েদ খানের সঙ্গে এক ব্যক্তির মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করেন। স্ক্রিনশটে দেখা যায়, জায়েদ শিল্পী সমিতির নির্বাচনে প্রভাব বিস্তার করতে কারও কাছে সাহায্য চাইছেন। এদিকে নাম প্রকাশ না করার শর্তে কাঞ্চন–নিপুণ প্যানেলের একাধিক সদস্য জানালেন, জায়েদ খান একটি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। নিপুণ জানান, জায়েদ খানের কথোপকথনের এসব স্ক্রিনশট পুলিশের মহাপরিদর্শকের কাছেও পাঠিয়েছেন তিনি।জায়েদ খানের মামলা করার কথা তুলতেই নিপুণ বলেন, ‘আগে করতে দিন। তাহলে আপনি লিখে দিন, আমিও ১০০টি মামলা করব জায়েদ খানের নামে।’ তিনি এ–ও বলেন, ‘আমি মামলা করার মেয়ে নই। এখন জায়েদ খান যদি আমার নামে মামলা করে, তাহলে চলচ্চিত্রের স্বার্থে ওর নামে ১০০ মামলাই করব এবং সেটি করার প্রস্তুতি নিচ্ছি।’
আপনি কোন প্রমাণের ভিত্তিতে তাঁর নামে ১০০ মামলা করবেন? এমন প্রশ্নে নিপুণ বলেন, ‘অনেক কিছুই প্রমাণ আছে। কিন্তু আমি এগুলো নিয়ে মামলা করতে চাইনি। যেহেতু সে করতে চাইছে, আমিও করব।’ জায়েদ খানের বিরুদ্ধে কবে মামলা করবেন জানতে চাইলে নিপুণ বলেন, ‘আগে জায়েদ করে নিক, ও স্টেপটা বাড়াক, তারপর আমি করব।’২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরে গেছেন নিপুণ। এই ফল মেনে নিচ্ছেন না নিপুণ ও তাঁর প্যানেলের প্রার্থীরা। তাঁদের অভিযোগ, নানাভাবে নির্বাচনকে প্রভাবিত করেছেন জায়েদ খান৷ শিল্পীদের টাকা দিয়ে ভোট কেনার ভিডিওসহ নির্বাচন প্রভাবিত করার কিছু স্ক্রিনশট ফাঁস করে রোববার সংবাদ সম্মেলন করেন নিপুণরা। তার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার রাতে বিএফডিসিতে পাল্টা সংবাদ সম্মেলন ডাকেন জায়েদ খান। বিএফডিসির বাগানে সংবাদ সম্মেলনে জায়েদ খান জানান, রোববার যাঁরা তাঁর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। তিনি বলেন, ‘নিপুণকে ১ নম্বর আসামি করব।’

Similar Articles

Leave a Reply

Top