You are here
Home > নির্বাচন > প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার নির্বাচন কমিশন আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এর আগে দলের প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থী ফরম পূরণ, স্বতন্ত্র এক শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকা না দেওয়া এবং মনোনয়নপত্র স্বাক্ষর না করার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

প্রার্থিতা ফিরে পেয়ে হিরো আলম বলেন, হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় আমার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। এজন্য আমি জোর গলায় বলেছিলাম প্রার্থিতা ফিরে পাব। এজন্য নির্বাচন কমিশনকে তিনি ধন্যবাদ জানান।

তিনি বলেন, এলাকার লোক চেয়েছেন, এজন্য আমি নির্বাচনে এসেছি।

Similar Articles

Leave a Reply

Top