You are here
Home > জাতীয় > ৬ আগস্ট থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল পুনরায় শুরু

৬ আগস্ট থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল পুনরায় শুরু

দুই সপ্তাহ বন্ধ থাকার পর ৬ আগস্ট থেকে সব অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) বিমান চলাচল প্রতিষ্ঠানগুলোর ফ্লাইট চলাচলের জন্য যাত্রী, ক্রু, সরঞ্জাম এবং বিমানের অভ্যন্তরে ও গ্রাউন্ডে মানসম্পন্ন জীবানু মুক্তকরণ, স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব কঠোরভাবে বজায় রাখতে নির্দেশ দিয়েছে।

এদিকে, রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং দুটি বেসরকারী বিমান চলাচল প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং নভোএয়ার পুনরায় ফ্লাইট চলাচল শুরুর সময়সূচি ঘোষণা করেছে।

বাংলাদেশ বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান চট্টগ্রাম ও সৈয়দপুরে প্রতিদিন দুটি করে এবং কক্সবাজার, যশোর, সিলেট, বরিশাল ও রাজশাহীতে একটি করে ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স সাতটি অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোহর, সিলেট, বরিশাল ও রাজশাহীতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

নভোএয়ার চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোহরে প্রতিদিন ছয়টি করে এবং বরিশাল, সিলেট, কক্সবাজার ও রাজশাহীতে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।

Similar Articles

Leave a Reply

Top