You are here
Home > জাতীয় > ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছে ৩৪ জন, আক্রান্ত ১২ হাজার ১৮৩ জন

২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছে ৩৪ জন, আক্রান্ত ১২ হাজার ১৮৩ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৮৩ জন। এ সময়ে মারা গেছেন ৩৪ জন। এদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১৫ জন। 
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ২ দশমিক ৭৭ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৩১ দশমিক ১০ শতাংশ। আজ তা কমে হয়েছে ২৮ দশমিক ৩৩ শতাংশ।
এতে আরও বলা হয়েছে, আজ ৩৪ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৪৩ হাজার ৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ১৮৩ জন। গতকাল ৩৩ হাজার ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১০ হাজার ৩৭৮ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৩২৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২৬ হাজার ২৯৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬ হাজার ২০১ জন। শনাক্তের হার ২৩ দশমিক ৫৮ শতাংশ। গতকাল এই হার ছিল ৩০ দশমিক ০৩ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন।
আজ ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন মারা গেছেন। তবে খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন। সুস্থতার হার ৮৭ দশমিক ৬৯ শতাংশ।

Similar Articles

Leave a Reply

Top