You are here
Home > জাতীয় > হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী কারাগারে

হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী কারাগারে

আওয়ামী লীগ থেকে বহিস্কৃত হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে তিন দিনের রিমান্ড শেষে কারগারে পাঠিয়েছে আদালত।

৮ আগস্ট, রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা খাতুন এবং কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরীর জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক আল-হেলাল আসামিদের তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারগারে আটক রাখার আবেদন করেন।

অপরদিকে আসামিপক্ষে আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৪ তারিখ, বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী আসামিদের তিন দিনের রিমান্ড মন্জুর করেছিল।

৩ আগস্ট, মঙ্গলবার জয়যাত্রা নামে আইপি টিভিতে সাংবাদিক নিয়োগ বাণিজ্যের অভিযোগে ভোরে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

জয়যাত্রা টিভির ভোলা প্রতিনিধি আব্দুর রহমান তুহিন আসামিদের বিরুদ্ধে আইপি টিভি জয়যাত্রার প্রতিনিধি নিয়োগের নামে চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের অভিযোগে পল্লবী থানায় এই মামলা করেন।

Similar Articles

Leave a Reply

Top