You are here
Home > জাতীয় > হেফাজতে ইসলামের নেতা কাসেমী ৪ দিনের রিমান্ডে

হেফাজতে ইসলামের নেতা কাসেমী ৪ দিনের রিমান্ডে

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীকে চারদিনের রিমান্ড মন্জুর করেছে আদালত।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ মুফতি মনির হোসেনকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।আদালত উভয় পক্ষের শুনানী শেষে চার দিনের রিমান্ড মন্জুর করেন।

গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকার একটি মাদরাসায় অভিযান চালিয়ে মুফতি মনির হোসেন কাসেমীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

২০১৩ সালে ৫ মে শাপলা চত্বরে নাশকতা, ২০২০ সালের নারায়ণগঞ্জে সম্প্রতি নাশকতাসহ বিভিন্ন মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

মুফতি মনির হোসেন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতারিম।

মুফতি মনির হোসেন কাসেমী ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের মনোনয়ন পেয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন।

Similar Articles

Leave a Reply

Top