You are here
Home > জাতীয় > হজ গমনেচ্ছুদের নিবন্ধন কার্যক্রম নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

হজ গমনেচ্ছুদের নিবন্ধন কার্যক্রম নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

বর্তমানে হজে গমনেচ্ছু ব্যক্তিদের সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, চলমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে নিবন্ধন কার্যক্রম এখনো শুরু হয়নি। তবে কতিপয় অসাধু ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে সহজ-সরল ধর্মপ্রাণ মুসলমানগণকে হজে পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। 
 বিজ্ঞপ্তিতে এ ধরনের প্রতারকের কাছ থেকে সতর্ক থাকার জন্য  এ ধরনের  লেনদেনের জন্য কোন ব্যক্তি ফোন করলে বা প্রস্তাব দিলে বিষয়টি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (মোবাইল নম্বর- ০১৭২০২০৯৫৯৯) সহ নিকটস্থ থানাকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, হজ কার্যক্রম শুরু হলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে বিষয়টি সর্বসাধারণকে যথাসময়ে অবহিত করা হবে।
 

Similar Articles

Leave a Reply

Top