আজ বুধবার দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে ক্লাস শুরু হচ্ছে।
করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি অনুসরণ করে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হলো।
এ দিকে করোনা ভাইরাস পরিস্থিতিতে দফায় দফায় দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান ২১ জানুয়ারি আবারও বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় দেড় মাস বন্ধের পর আজ থেকে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন। তবে প্রাক-প্রাথমিকের স্তরের শিক্ষার্থীদের স্কুলে আসা আপাতত বন্ধ থাকবে। আরো দুই সপ্তাহ করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুলে আনা হবে।