You are here
Home > জাতীয় > সাংবাদিক হাবীবুর রহমান আর নেই

সাংবাদিক হাবীবুর রহমান আর নেই

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবীবুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)
গত রাত দুইটার দিকে হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, মধ্যরাতে হাতিরঝিল থেকে একজন পথচারী তাকে (হাবীবুর রহমান) উদ্ধার করে ঢামেকে আনেন।ওই পথচারী জানিয়েছেন যে, হাতিরঝিল আকিজ বিল্ডিংয়ের পাশে ফুটপাতে মোটরসাইকেল নিয়ে পড়েছিলেন হাবীবুর রহমান। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
তিনি বলেন, হাবীবুরের মুখে অনেক আঘাত ছিল। দেখে মনে হচ্ছে সে ফুটপাতের সঙ্গে ধাক্কা খেয়ে আঘাত পেয়েছে। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর হাবীবুর রহমান সময়ের আলোতে যোগদানের আগে বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন। 
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক।
হাবীবুর রহমানের মৃত্যুতে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি শাহীন উল আলম ও মহাসচিব আইয়ুব ভূঁইয়া এবং কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকা এর সভাপতি মোঃ শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন পৃথক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।
সাংবাদিক হাবীবুর রহমানের প্রথম নামাজে জানাজা ডিআরইউ চত্বরে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, সময়ের আলো কার্যালয় এবং সর্বশেষ তার গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন এর মান গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

Similar Articles

Leave a Reply

Top