জাতীয় সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলার পরিকল্পনা আল আমিন এবং ‘উগ্রবাদী’ বক্তা আলী হাসান ওসামার প্রত্যাককে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক কাজী মিজানুর রহমান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আল আমিন ও আলী হাসান ওসামারকে হাজির করে প্রত্যাককে ১০ দিন করে রিমান্ডে নেওয়া আবেদন করেন ।আদালত শুনানি শেষে প্রত্যাককে পাচঁদিন করে রিমান্ডের আবেদন মন্জুর করেন। গত বুধবার শেরেবাংলা নগর থেকে সন্ধ্যা আল আমিনকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।এছাড়া একইদিন হামলার পরিকল্পনায় প্ররোচনা দেয়ার অভিযোগে বক্তা আলী হাসান ওসামাকে রাজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।