You are here
Home > জাতীয় > শরীয়তপুরের গোসাইরহাটে পাঁচটি দোকানে অগ্নিকান্ড

শরীয়তপুরের গোসাইরহাটে পাঁচটি দোকানে অগ্নিকান্ড

জেলার গোসাইরহাট দাসের জঙ্গল বাজারে  আজ অগ্নিকান্ডের ঘটনায় পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভোর ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোসাইরহাট দাসের জঙ্গল বাজারের একটি দোকানে প্রথমে স্থানীয় ব্যবসায়ীরা আগুন দেখতে পান। এ সময় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সংবাদ পেয়ে শরীয়তপুর সদর ও গোসাইরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে সোয়ান কবিরাজ, আল-আমিন গাজী, বিটু সরদারের কাঁচামালের আড়ৎ, মুদি দোকান,  গুরের আড়ৎ পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া পাশে অবস্থিত ফার্মেসী ও কাঁচামালের আড়ৎ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বয়বসায়ী সোয়ান, আলআমিন, বিটু জানান,  এ ধরনের ভয়াবহ আগুন এর আগে আমরা কেউ দেখিনি। দ্রুত আগুন  নিয়ন্ত্রণে আনতে না পারলে পুরো বাজার এলাকা ক্ষতিগ্রস্ত হতো।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো: সেলিম মিয়া বলেন, আগুনের খবর পাওয়া মাত্রই শরীয়তপুর ও গোসাইরহাটের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলমগীর হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। 

Similar Articles

Leave a Reply

Top