You are here
Home > জাতীয় > রাবির হলে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাবির হলে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল থেকে ফুয়াদ আল খতীব নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (১০ ডিসেম্বর) বিকেলে শহীদ শামসুজ্জোহা হলের ১৮৪ নম্বর কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম।

ফুয়াদ আল খতীব বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রাজিবপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

হলের শিক্ষার্থীরা জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফুয়াদ গ্রামের বাড়িতে যান। পরে শনিবার দিবাগত রাত ৩টার দিকে তার কক্ষে প্রবেশ করেন। শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত সহপাঠীরা তাকে ফোনে না পেয়ে কক্ষে আসেন এবং অচেতন অবস্থায় দেখতে পান। পরে হল প্রশাসনের সহায়তায় অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম জানান, তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে হাসপাতালে নেওয়ার তিন-চার ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা ধারণা করছেন।

Similar Articles

Leave a Reply

Top