You are here
Home > জাতীয় > রানা প্লাজার সোহেল রানার জামিন প্রশ্নে শুনানি ৬ মাস মুলতবি

রানা প্লাজার সোহেল রানার জামিন প্রশ্নে শুনানি ৬ মাস মুলতবি

সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসের ঘটনায় ভবন মালিক ও কারখানা মালিকদের নামে করা মামলায় সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি ৬ মাস স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেন।

আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো.কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

রানার জামিন বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে গত ৬ এপ্রিল  হাইকোর্ট তাকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে ৯ এপ্রিল তার জামিন ৮ মে পর্যন্ত  স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ঠিক করেন।

এরপর ৮ মে আপিল বিভাগ আজ ১০ জুলাই জামিন স্থগিত রেখে ‘লিভ টু আপিল’ শুনানির জন্য দিন ধার্য  রেখেছিলেন। আজ সেই শুনানি ছয় মাসের মুলতবি করেন। 

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ। এ ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে সুনির্দিষ্ট মামলায় তিনি কারাগারে রয়েছেন।

Similar Articles

Leave a Reply

Top