জেলার গফরগাঁও উপজেলায় আজ বালুবাহী লরি চাপায় দুই নারী নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলায় ভালুকা-গফরগাঁও আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার পুখুরিয়া গ্রামের রফিকুল মাজেদা খাতুন (৫৫) ও চরকামারিয়া ভাটিপাড়া গ্রামের বকুলা বেগম (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুর ১২টার দিকে অটোরিকশার যাত্রি পুখুরিয়া গ্রামের মাজেদা খাতুন ও চরকামারি গ্রামের বকুলা বেগম ভালুকা-গফরগাঁও আঞ্চলিক মহাসড়কে ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালের সামনে গাড়ি থেকে নামেন। সেখানে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে একটি বালু বোঝাই লরি তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাজেদা খাতুন নিহত হন। অন্যদিকে, বকুলা বেগমকে গুরুতর আহতাবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
লরি চাপায় দুই নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পুলিশ অটোরিকশা ও লরিটি আটক করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।