You are here
Home > জাতীয় > মাদারীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

জেলায় সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 
নিহত জনি ফরাজী সদর উপজেলার চাছার গ্রামের জহির ফরাজীর ছেলে ও জালালপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র এবং নিহত নাঈম ফরাজী একই গ্রামের লোকমান ফরাজীর ছেলে ও একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
নিহতের স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলযোগে এক বন্ধুকে মিয়ারচর এলাকায় পৌঁছে দেয় জনি ও নাঈম। পরে সেখান থেকে ফেরার পথে হবিগঞ্জ ব্রিজের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে তারা গুরুতর আহত হয়। 
প্রথমে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়। পরে আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইলমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই স্কুলছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

Similar Articles

Leave a Reply

Top