শরীয়তপুরের নড়িয়ায় মাইক্রোবাস খাদে পড়ে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন স্ত্রীসহ আরও তিনজন। শনিবার গভীর রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের জামতলা এলাকার শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ওসি জানান, ঢাকার উত্তরা থেকে শরীয়তপুরের নিজ বাড়িতে যাওয়ার পথে মাইক্রোবাসটি নিজেই চালাচ্ছিলেন রাশেদ। গাড়িতে তার স্ত্রী মিলি আক্তার, দুই মেয়ে মেবিন আক্তার, মাইশা অক্তার মিম ও গাড়ি চালক কামরুল ইসলামও ছিলো। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে রাত ২টা ৩০ মিনিটে নড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাশেদ ও তার মেয়ে মিমকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরে গাড়িতে থাকা বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয় বলে জানান ওসি হাফিজুর।
নিহতরা হলেন- শরীয়তপুর সদর উপজেলা আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাষাচর গ্রামের আবুল হোসেন বেপারীর ছেলে এবং শরীয়তপুর জজ কোর্টের আইনজীবী রাশিদুল হক রাশেদ (৪২) ও তার দুই বছরে মেয়ে মাইশা অক্তার মিম।