মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকা অবরোধ করেন বিক্ষোভ করে স্থানীয় কয়েকটি স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কটির সেনা শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভে মহানবী (সা.) সম্পর্কে মন্তব্যকারী বিজেপি নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবি ও ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মহানবীকে (সা.) নিয়ে বিজেপি নেতার মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। আবার শিক্ষার্থীরা মহাসড়কটির সেনা শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে।’