You are here
Home > জাতীয় > ভোলায় বয়স্ক ভাতা পাচ্ছেন ৭৪ হাজার ব্যক্তি

ভোলায় বয়স্ক ভাতা পাচ্ছেন ৭৪ হাজার ব্যক্তি

জেলার ৭ উপজেলায় ৭৪ হাজার ১১ জন অসহায় বয়স্ক মানুষ (নারী-পুরুষ) সরকারের ‘বয়স্ক ভাতা’ পাচ্ছেন। এর মধ্যে পুরুষ ৪০ হাজার ২৩৫ ও নারী ৩৩ হাজার ৭৭৬ জন রয়েছে। নারী ৬৩ বছর ও পুরুষ ৬৫ বছর বয়সের ব্যক্তির জেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে তিন মাস পর পর জনপ্রতি ৫০০ টাকা করে দেড় হাজার টাকা পৌঁছে যায় নির্ধারিত ব্যক্তির মোবাইল একাউন্টে। তাই জীবনের শেষ প্রান্তে এসে সরকারি এ ভাতার কল্যাণে ভালো আছেন এসব মানুষ।
সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো: নজরুল ইসলাম বাসস’কে জানান, সমাজের বয়স্ক অসহায় ও দরিদ্র মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে প্রথম বয়স্ক ভাতা চালু করে। যা বর্তমানে ব্যাপকতা লাভ করেছে। ভোলায় গরীব, দুস্থ ও অসহায় মানুষের বিশাল একটি অংশ বয়স্ক ভাতার সুফল পাচ্ছেন। এছাড়াও সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ১ লাখ ৩৩ হাজার জনকে বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতার আওতায় আনা হচ্ছে। এতে করে বদলে যাচ্ছে এসব মানুষের জীবনমান।

Similar Articles

Leave a Reply

Top