বাংলাদেশকে দেওয়া ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স আজ বৃহস্পতিবার পেট্রাপোলে পৌঁছেছে।
ঢাকায় ভারতীয় হাইকমিশন ৫ আগস্ট এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বেনাপোল স্থলবন্দরের আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র পাওয়ার পর খুব শিগগির অ্যাম্বুলেন্সগুলো ঢাকায় পৌঁছাবে।
করোনাভাইরাস যৌথভাবে মোকাবিলার অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বছরের ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফরের সময় এ দেশের স্বাস্থ্যসেবা উন্নয়ন বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলার যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা করেছিলেন।
পেট্রাপোলে যে ৩০টি অ্যাম্বুলেন্স পৌঁছেছে, ওগুলো তারই অংশ।
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ১০৯টি অ্যাম্বুলেন্সের বাকিগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে।
অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত এবং দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।