You are here
Home > জাতীয় > ব্র্যাক ব্যাংকের সাবেক কমকর্তা হাসনাতের ৫ বছর কারাদণ্ড

ব্র্যাক ব্যাংকের সাবেক কমকর্তা হাসনাতের ৫ বছর কারাদণ্ড

আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত- ৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয় ।

মামলার অভিযোগে বলা হয়, আসামি আবুল হাসনাত ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসাবে কর্মরত থাকাকালে অফিসের হিসাব থেকে ২০১৩ সালের ১৮ এপ্রিল স্ত্রী খন্দকার নাসরীন মোর্শেদার হিসাবে ৪৩ লাখ ৭৯ হাজার তিনশ টাকা এবং একই বছর ২৫ এপ্রিল তার আত্মীয় রহমত উল্লাহর হিসাবে ৩২ লাখ ৩২ হাজার চারশ টাকা হস্তান্তর করে ব্যাংক হিসাব থেকে ৭৬ লাখ টাকা আত্মসাত করেন।

২০১৪ সালের ২২ আগস্ট রাজধানীর গুলশান থানায় একই ব্যাংকের সিনিয়র ম্যানেজার শেখ তারেক নেওয়াজ অর্থ আত্মসাতের এই মামলাটি দায়ের করেন ।

২০১৯ সালের ১৫ মার্চ দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেন ।

Similar Articles

Leave a Reply

Top