You are here
Home > জাতীয় > বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অভ্যন্তরীণ র‍্যাংকিং ব্যবস্থা চালুর পরামর্শ ইউজিসির

বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অভ্যন্তরীণ র‍্যাংকিং ব্যবস্থা চালুর পরামর্শ ইউজিসির

র‍্যাংকিংইয়ে ভালো অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আউটকাম বেইজড ইনভেস্টমেন্ট সিস্টেম চালু করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) পরামর্শ দিয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওস্থ ইউজিসি অডিটোরিয়ামে কমিশন কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভায় ইউজিসির পক্ষে প্রফেসর ড. সাইফুর রহমান এ পরামর্শ দেন।
বাংলাদেশের প্রেক্ষাপটে ইউজিসি একটি স্ট্যান্ডার্ড র‌্যাংকিং ব্যবস্থা চালু করতে পারে। কিউএস র‌্যাংকিং, টাইমস র‌্যাংকিং,সাংহায় র‌্যাংকিংসহ বিভিন্ন র‌্যাংকিংয়ের আদলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য র‌্যাংকিং ব্যবস্থা প্রবর্তন করা যেতে পারে।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য  প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানসহ ইউজিসি’র বিভাগীয় প্রধান ও সম্প্রতি কমিশন আয়োজিত চতুর্থ শিল্পবিপ্লব বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ড. সাইফুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণায় চৌর্যবৃত্তি ঠেকাতে গবেষণা প্রতিবেদন জমা এবং বিভিন্ন স্থানে এটি উপস্থাপনার সময় এন্টি পেন্টাজারিজম সফটওয়্যার দিয়ে যাচাই করা প্রয়োজন। তিনি শিক্ষকদের গুণগত গবেষণা পরিচালনা ও গবেষণায় নৈতিকতা বজায় রাখার বিষয়ে সজাগ থাকার অনুরোধ জানান।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ র‌্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়ে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ বলেন, এটি খুবই ভালো একটি পরামর্শ। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অভ্যন্তরীণ র‌্যাংকিং হতেই পারে।
তিনি আরও বলেন, গবেষণায় চৌর্যবৃত্তি রোধ ও সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ইউজিসি কার্যকর উদ্যোগ হাতে নিয়েছে। ইউজিসি গুণগত গবেষণা ও দক্ষতানির্ভর শিক্ষাব্যবস্থা গড়তে আউটকাম বেইজড এডুকেশন ক্যারিকুলামের দিকে এখন বেশি নজর দিচ্ছে।
সভায় ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি,বুদ্ধিবৃত্তিক আলোচনার জন্য প্ল্যাটফর্ম তৈরি, লৈঙ্গিক সমতা নিশ্চিত করা ও দক্ষ টেকনিশিয়ান তৈরির বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য,ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইইইই) হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার,আইটি প্রফেশনাল,কম্পিউটার বিজ্ঞানী, বিদ্যুৎ ও জ্বালানি সোসাইটিসহ ৪০টি প্রযুক্তিগত পেশাজীবী সংগঠনের পৃথিবীর বড় ফেডারেশন।

Similar Articles

Leave a Reply

Top