You are here
Home > জাতীয় > বিক্ষোভ করতে ঢাকা যাওয়ার পথে সলিমপুরের ৬৩ বাসিন্দা ধরা

বিক্ষোভ করতে ঢাকা যাওয়ার পথে সলিমপুরের ৬৩ বাসিন্দা ধরা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর জেলা প্রশাসনের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনা চালিয়ে যাচ্ছে সেখানকার অবৈধ বাসিন্দারা। এনিয়ে দফায় দফায় প্রশাসনের সঙ্গে সংর্ঘষেও জড়িয়েছে তারা। একইসঙ্গে হতে হয়েছে মামলার আসামিও। তারা চলমান উচ্ছেদ অভিযান ঠেকাতে প্রতিবাদি মানববন্ধন করতে ঢাকায় যাচ্ছিলেন। কিন্তু ঢাকায় যাওয়ার আগে সীতাকুণ্ড থানা এলাকায় পুলিশর হাতে আটক হতে হয়েছে মানববন্ধনের উদ্দেশ্যে রওনাকারী ৬৩ বাসিন্দাকে।চাকরিপ্রার্থীদের লাঠিচার্জ, সাংবাদিকদের হেনস্থা এডিসি হারুনেরর‍্যাব-পুলিশের সঙ্গে সংঘর্ষ: ১৩০ এলাকাবাসীকে আসামি করে দুই মামলাচাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে বিক্ষোভরোববার বিষয়টি জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ। এরআগে শনিবার রাতে দুটি বাস থেকে তাদেরকে আটক করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, শান্তি পরিবহন ও পাহাড়িকা পরিবহনের দুটি বাস থেকে জঙ্গল সলিমপুরের ৬৩ জনকে আটক করা হয়। সম্প্রতি সরকারের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও প্রশাসনের উপর হামলার ঘটনায় কয়েকটি মামলা হয়েছে। আটক ৬৩ জনের মধ্যে ৬১ জনকে গত ২৩ আগস্ট ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৫ ঘণ্টা অবরোধ করে রাখা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ (রোববার) তাদেরকে আদালতে পাঠানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন জানান, উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর থেকে দুটি বাসযোগে বিক্ষোভকারীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে আমরা গোপন সূত্রে খবর পাই। পরে পুলিশ ওই বাসের ৬৩ জন যাত্রীকে আটক করে।

এর আগে গত ৩০ আগস্ট জঙ্গল সলিমপুরে অবৈধ বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হয়। একইসঙ্গে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে জায়গা খালি না করলে আইন অনুযায়ী উচ্ছেদ করা হবে বলে আল্টিমেটাম দেয় জেলা প্রশাসন।

এরপর গত ৮ সেপ্টেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী জঙ্গল সলিমপুরে আটকে রাখা বাসিন্দাদের নিরাপদে বের করে আনতে গেলে ক্ষিপ্ত হয়ে প্রশাসনের সঙ্গে সংঘর্ষে জড়ায় সন্ত্রাসীরা। এসময় প্রশাসনের উপর তারা ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা বাহিনীও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুঁড়ে।

উল্লেখ্য, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর পাহাড়ে ৩ হাজার এক’শ একর সরকারি পাহাড় অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে ১১ সেপ্টেম্বর সরকারের উচ্চপর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্প্রতি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ওই এলাকায় প্রথম দফায় ২ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ৪০০ পরিবারের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ইতোমধ্যে সেখানে অবৈধ দখলদারদের কবলে থাকা ৭’শ একর খাসজমি উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার পর আলীনগরের ৩ হাজারের বেশি বিক্ষুব্ধ নারী-পুরুষ মহাসড়কের ফৌজদারহাট এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করেন। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশ ৭টি মামলা করে।

Similar Articles

Leave a Reply

Top