You are here
Home > জাতীয় > বিএমইটি প্রশিক্ষণের নিবন্ধন এখন করা যাচ্ছে আমি প্রবাসী অ্যাপে

বিএমইটি প্রশিক্ষণের নিবন্ধন এখন করা যাচ্ছে আমি প্রবাসী অ্যাপে

আগ্রহী অভিবাসীরা এখনথেকেআমিপ্রবাসী অ্যাপের মাধ্যমে বিএমইটি সার্টিফায়েড প্রশিক্ষণ কোর্সের নিবন্ধন করতে পারবেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড.আহমেদমুনিরুসসালেহীনগতকাল একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে অ্যাপের এই বিভাগের উদ্বোধন করেন। এই আয়োজনের সভাপতিত্ব করেন বিএমইটি-র মহাপরিচালক মোঃ শহীদুল আলম, এনডিসি। এর মাধ্যমে প্রশিক্ষণের নিবন্ধন করা আরো সহজ, শৃঙ্খলাবদ্ধ ও ডিজিটালাইজড হবে।

এই অনুষ্ঠানে টিটিসি (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার) এবং আইএমটি-র অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। ট্রেনিং মডিউল নিয়ে একটি প্রেজেন্টেশন তাদের দেখানো হয়।

ড.আহমেদমুনিরুসসালেহীন বলেন, “আমিপ্রবাসী অ্যাপের মাধ্যমে সঠিক পদ্ধতিতে যাচাইবাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হবে। প্রথমবারে যারা সুযোগ পাবেন না তাদের পরবর্তীতে আবার নিয়োগ দেওয়া হবে। দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণের মাধ্যমে আরো যোগ্য করে তোলাই বিএমইটি-র মূল লক্ষ্য। আমিপ্রবাসী অ্যাপ এই প্রক্রিয়া আরো কার্যকর করবে।”

বিএমইটি-র মহাপরিচালক মোঃ শহীদুল আলম, এনডিসি বলেন, “আগ্রহী অভিবাসী ও বিএমইটি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর জন্য আমিপ্রবাসী অ্যাপের মাধ্যমে প্রশিক্ষণের অনলাইন নিবন্ধন একটি সময়োপযোগী ও অতিপ্রয়োজনীয় পদক্ষেপ। এই অ্যাপ আমাদের অনেক সাহায্য করবে। এই প্রক্রিয়াটি ডিজিটালাইজড হওয়াতে আমরা আনন্দিত। এখন সকল তথ্য বিএমইটি ডেটাবেজে যুক্ত হবে, তাই বিদেশি নিয়োগকারী এজেন্সিগুলো আমিপ্রবাসী অ্যাপের মাধ্যমে যোগ্য প্রার্থী খুঁজে পাবেন।”

টিটিসি ও আইএমটি-র অধ্যক্ষরা জানান, আমিপ্রবাসী অ্যাপের সাহায্যে বিএমইটি প্রশিক্ষণের নিবন্ধন ডিজিটালাইজড হওয়ায় তারা খুশি। এখন অভিবাসী ও তাদের নিজেদের জন্য প্রশিক্ষণের নিবন্ধন আরো সহজ ও সুবিধাজনক হবে। অ্যাপটির মাধ্যমে তারা এখন ডিজিটালাইজড পদ্ধতিতে আরো বেশি সংখ্যক সম্ভাব্য প্রার্থীদের খুঁজে পাবেন। এতে তারা আরো সংগঠিত উপায়ে কাজ করতে পারবেন।

এই ফিচারের সাহায্যে আগ্রহী অভিবাসীরা দেশের ৬৪টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও ৬টি আইএমটি থেকে নিজের নিকটবর্তী কেন্দ্রটি খুঁজে বের করতে পারবেন। নিজেদের ঘরে বসে টাকা পরিশোধ করে তারা প্রশিক্ষণের জন্য নির্ধারিত সময়ও জেনে নিতে পারবেন। এই কোর্সগুলোর শেষে সার্টিফিকেট প্রদান করা হবে ।

আগ্রহী অভিবাসীরা এখনথেকেআমিপ্রবাসী অ্যাপের মাধ্যমে বিএমইটি সার্টিফায়েড প্রশিক্ষণ কোর্সের নিবন্ধন করতে পারবেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড.আহমেদমুনিরুসসালেহীনগতকাল একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে অ্যাপের এই বিভাগের উদ্বোধন করেন। এই আয়োজনের সভাপতিত্ব করেন বিএমইটি-র মহাপরিচালক মোঃ শহীদুল আলম, এনডিসি। এর মাধ্যমে প্রশিক্ষণের নিবন্ধন করা আরো সহজ, শৃঙ্খলাবদ্ধ ও ডিজিটালাইজড হবে।
এই অনুষ্ঠানে টিটিসি (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার) এবং আইএমটি-র অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। ট্রেনিং মডিউল নিয়ে একটি প্রেজেন্টেশন তাদের দেখানো হয়।
ড.আহমেদমুনিরুসসালেহীন বলেন, “আমিপ্রবাসী অ্যাপের মাধ্যমে সঠিক পদ্ধতিতে যাচাইবাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হবে। প্রথমবারে যারা সুযোগ পাবেন না তাদের পরবর্তীতে আবার নিয়োগ দেওয়া হবে। দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণের মাধ্যমে আরো যোগ্য করে তোলাই বিএমইটি-র মূল লক্ষ্য। আমিপ্রবাসী অ্যাপ এই প্রক্রিয়া আরো কার্যকর করবে।”
বিএমইটি-র মহাপরিচালক মোঃ শহীদুল আলম, এনডিসি বলেন, “আগ্রহী অভিবাসী ও বিএমইটি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর জন্য আমিপ্রবাসী অ্যাপের মাধ্যমে প্রশিক্ষণের অনলাইন নিবন্ধন একটি সময়োপযোগী ও অতিপ্রয়োজনীয় পদক্ষেপ। এই অ্যাপ আমাদের অনেক সাহায্য করবে। এই প্রক্রিয়াটি ডিজিটালাইজড হওয়াতে আমরা আনন্দিত। এখন সকল তথ্য বিএমইটি ডেটাবেজে যুক্ত হবে, তাই বিদেশি নিয়োগকারী এজেন্সিগুলো আমিপ্রবাসী অ্যাপের মাধ্যমে যোগ্য প্রার্থী খুঁজে পাবেন।”
টিটিসি ও আইএমটি-র অধ্যক্ষরা জানান, আমিপ্রবাসী অ্যাপের সাহায্যে বিএমইটি প্রশিক্ষণের নিবন্ধন ডিজিটালাইজড হওয়ায় তারা খুশি। এখন অভিবাসী ও তাদের নিজেদের জন্য প্রশিক্ষণের নিবন্ধন আরো সহজ ও সুবিধাজনক হবে। অ্যাপটির মাধ্যমে তারা এখন ডিজিটালাইজড পদ্ধতিতে আরো বেশি সংখ্যক সম্ভাব্য প্রার্থীদের খুঁজে পাবেন। এতে তারা আরো সংগঠিত উপায়ে কাজ করতে পারবেন।
এই ফিচারের সাহায্যে আগ্রহী অভিবাসীরা দেশের ৬৪টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও ৬টি আইএমটি থেকে নিজের নিকটবর্তী কেন্দ্রটি খুঁজে বের করতে পারবেন। নিজেদের ঘরে বসে টাকা পরিশোধ করে তারা প্রশিক্ষণের জন্য নির্ধারিত সময়ও জেনে নিতে পারবেন। এই কোর্সগুলোর শেষে সার্টিফিকেট প্রদান করা হবে, যা দেশের বাইরে কাজের আবেদন করার সময় ব্যবহার করা যাবে।

Similar Articles

Leave a Reply

Top