You are here
Home > জাতীয় > বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, চলছে না যানবাহন

বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, চলছে না যানবাহন

ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষে প্রাণহানি ও ব্যাপক ধর-পাকড়ের পর দ্বিতীয় দিনের মতো নয়াপল্টনে দলটির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে দেখা যায়, নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ে বসানো রয়েছে কাঁটাতারের ব্যারিকেড। নয়াপল্টন সড়কে এখনও যানবাহন চলছে না।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগের রাতের মতোই ঝুলছে তালা। সামনে সারি বেঁধে দাঁড়িয়ে আছেন পুলিশ সদস্যরা। কাছাকাছি জায়গায় রাখা হয়েছে সাঁজোয়া যান ও প্রিজন ভ্যান।

কাকরাইলের নাইটেঙ্গল মোড়ে বিএনপির গুটি কয়েক নেতাকর্মী থেমে থেমে বিক্ষোভ করছে। সেখান থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।

এদিন সকালে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে কার্যালয়ে যাওয়ার সময় নাইটেঙ্গেল মোড় থেকে ফেরত পাঠান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিএনপির কেন্দ্রীয় অফিসের আশপাশে দোকান মার্কেট ব্যাংক এখনো বন্ধ দেখা যাচ্ছে। শুধুমাত্র পরিচয় পত্র প্রদর্শনে পরীক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তাদের চলাচলের শিথিল করা হয়েছে।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকে যেতে দেয়া হবে না। পুলিশের ওপর সেখান থেকে বোমা নিক্ষপ করা হয়েছে। আমরা সেই জায়গাটিকে ‘প্লেস অব অকারেন্স’ হিসেবে বিবেচনা করছি। সিআইডি ক্রাইম সিন নিয়ে কাজ করছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানে কেউ যেতে পারবে না।

গতকাল বুধবার বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সংঘর্ষে এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। পুলিশ, সাংবাদিকসহ আহত হয়েছে শতাধিক।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বাযক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ সহস্রাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ডেকেছে বিএনপি। দলটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

Similar Articles

Leave a Reply

Top