১২ দিন পূর্বে হারিয়ে যাওয়া ৬ বছরের শিশু সজিব মিরপুরের শিশু কেন্দ্রে আশ্রয় পেয়েছে।
সজিব মা-বাবার সঙ্গেই থাকতো । গ্রামের বাড়ি মানিকগঞ্জ, বাবার নাম বাবুল, মা চম্পা। শুধু এটুকুই বলতে পারছে ৬ বছরের অবুঝ এই শিশু।
৯ আগস্ট, সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে সূত্রাপুর থানার এসআই (নিরস্ত্র) রমজান হোসেন শিশু সজিবকে হাজির করে সরকারি যে কোনো আশ্রয় কেন্দ্রে তাকে রাখার আবেদন করেন ।
আদালত সজিবকে সমাজকল্যাণ মন্ত্রনালয় পরিচালিত মিরপুর-১ এ শিশু আশ্রয়ন কেন্দ্রে রাখার আদেশ দেন।
উপযুক্ত প্রমানের ভিত্তিতে তার কোনো আইনানুগ অভিভাবক পাওয়া গেলে তার পূর্নাঙ্গ নাম ঠিকানাসহ ভোটার আইডি যাচাই ও স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যায়ন রেখে দাবিদার অভিভাবকের নিকট শিশু সজিবকে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন আদালত।
২৯ জুলাই ভোরে সূত্রাপুর থানাধীন মুসলিম হোটেলের সামনে শিশু সজিবকে একা দেখতে পেয়ে সাকিব নামে এক পথচারী তাকে থানায় দিয়ে যায়।
সূত্রাপুর থানার কর্মরত পুলিশ নানা জায়গায় সন্ধান করেও তার স্বজনদের খুঁজে পায়নি। সজিবও নিজের পুরো ঠিকানা বলতে পারেনি। সজিব প্রায় সময়ে মা-বাবার জন্য কান্নাকাটি করছে। স্বজনদের খুঁজে না পাওয়ায় তেজগাঁও ভিকটিম সেন্টার, আনোয়ারা শিশুপল্লী সেন্টার সজিবকে আর রাখতে চাইনি।
পরে পুলিশ তাকে সরকারি আশ্রয় কেন্দ্রে রাখার জন্য আদালতে হাজির করে। আদালত তাকে সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।