You are here
Home > জাতীয় > বাদলের যাবজ্জীবন দন্ড বহাল

বাদলের যাবজ্জীবন দন্ড বহাল

২৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় যশোরের বাদল কুমার পালকে বিচারিক আদালতের দেয়া যাবজ্জীবন কারাদন্ড বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।  
হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ আজ এই রায় দেন।
১৯৯৭ সালে যশোরের চৌগাছায় ২৫০ বোতল ফেনসিডিলসহ আটক হন বাদল কুমার পাল। বিচার শেষে ২০০০ সালে তাকে যাবজ্জীবন কারাদন্ড দেন বিচারিক আদালত। আপিলের পর ২০০৩ সালে তাকে খালাস দেন হাইকোর্ট। এর পর রাষ্ট্রপক্ষ সেই খালাসের বিরুদ্ধে আপিল করে। গত ১৯ জানুয়ারি আপিলের শুনানি শেষে আজ ১ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।
আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন।

Similar Articles

Leave a Reply

Top