সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যায় বানভাসী, দুর্দশাগ্রস্ত, রোগাক্রান্ত অসহায় মানুষের চিকিৎসা সেবায় মাঠে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
রোববার সকাল সাড়ে ১১টায় এসএমপি পুলিশের জালালাবাদ থানার আওতাধীন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডে ‘ফ্রী ভাসমান মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফের উপস্থিতিতে ও তার সার্বিক দিক- নির্দেশনায় সিলেটে ‘ফ্রী ভাসমান মেডিকেল ক্যাম্প’র আওতায় ভয়াবহ বন্যায় পানিবাহিত এবং বিভিন্ন রোগাক্রান্ত নারী-শিশু-বৃদ্ধ ও নানান বয়সী পুরুষ, মহিলা ও শিশুদের অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ডাক্তারি সেবা ও ঔষধপত্র বিতরণ করা হয়। এসময় পুলিশ কমিশনার বন্যায় ক্ষতিগ্রস্ত ও রোগাক্রান্ত বানভাসি মানুষের বিভিন্ন দুঃখ-দুর্দশার বিষয়ে অবহিত হন এবং আর্তমানবতার সেবায় এসএমপি সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে ও ভবিষ্যতে আরো জরুরি চিকিৎসা, ঔষধ প্রদান করা হবে বলে জানান। এসময় এসএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, এসএমপি’র বিভিন্ন পদস্থ অফিসারগণ, জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেনসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন। এসএমপি পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্লাহ তাহের বাসসকে জানান, পানিবন্দি মানুষ যারা চিকিৎসার জন্য হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারছেননা তাদের জন্য নৌকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জরুরী স্বাস্থ্যসেবা দিতে এসএমপি পুলিশ এ উদ্যোগ নিয়েছে। তিনি জানান, জরুরী স্বাস্থ্য সেবার পাশাপাশি যারা জটিল বা মুমুর্ষ রোগী তাদেরকে প্রয়োজনে পুলিশের সহায়তায় পুলিশ হাসপাতাল, ওসমানী হাসপাতাল বা অন্য যেকোন হাসপাতালে ভর্তি করানোর নির্দেশনা রয়েছে, পুলিশ সেভাবেই মাঠে কাজ করছে। একইসঙ্গে কোন পরিবারে খাদ্য সংকট থাকলে পুলিশকে জানালে পুলিশের পক্ষ থেকে ওই পরিবারকে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তাও দেওয়া হচ্ছ। ভানবাসী মানুষের মানবিক সহায়তায় এসএমপি পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।