বঙ্গবন্ধু হত্যার পর ১৯৭৫-৮১ কালপর্বে বৈরী বাস্তবতায় ইউরোপের বিভিন্ন দেশ এবং ভারতে বঙ্গবন্ধুর দুই কন্যার সংগ্রামমুখর জীবনকে উপজীব্য করে প্রখ্যাত কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকে‘র ‘হে সন্তপ্ত সময়’ নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন বার্ষিকী উপলক্ষে ‘আগামী প্রকাশনী’ এই নতুন উপন্যাসটি প্রকাশ করেছে।
আগামী প্রকাশনী’র কর্ণধার ওসমান গনি বলেন, ১৯৭৫-৮১ কালপর্বে বৈরী বাস্তবতায় ইউরোপের বিভিন্ন দেশ এবং ভারতের বঙ্গবন্ধুর দুই কন্যার সংগ্রামমুখর জীবনকে উপজীব্য করে প্রখ্যাত কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক রচনা করেছেন উপন্যাস ‘হে সন্তপ্ত সময়’। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার ১৯৭৫-৮১ সময় নিয়ে রচিত এটি প্রথম উপন্যাস ।
তিনি বলেন, এই উপন্যাসে বঙ্গবন্ধুর দুই কন্যার জীবনসংগ্রামের সঙ্গে সঙ্গে উদ্ভাসিত হয়েছে অন্ধকার থেকে বাংলাদেশ জাতিরাষ্ট্রের আলোকযাত্রার প্রামাণ্য পর্বও। বইটি উৎসর্গিত হয়েছে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতির উদ্দেশে, যিনি ভয়াবহ দুঃসময়ে বঙ্গবন্ধুর দুই কন্যাকে প্রদান করেছিলেন মমতাময় আশ্রয় ও নিরাপত্তা।
আগামী ১৭ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন বার্ষিকী। ১৯৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর ১৯৮১ সালের এই দিনে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে শেখ হাসিনা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আইনের শাসন ফিরিয়ে আনার সংগ্রামের আত্মনিয়োগ করেন। তাঁর সঙ্গে এই সংগ্রামের নিবিড়ভাবে যুক্ত ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা শেখ রেহানাও।