You are here
Home > জাতীয় > বগুড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি: বানভাসী মানুষ ঘরে ফেরার অপেক্ষায়

বগুড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি: বানভাসী মানুষ ঘরে ফেরার অপেক্ষায়

জেলার সারিয়াকান্দিতে যমুনার পানি কমতে শুরু করেছে। ফলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তবে  জেলা বাঙালী নদীর পানি স্থিতিশীল রয়েছে।  
জেলা পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে- গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বাঙালী নদীর পানি গত বুধবার থেকে বিপৎসীমার ৫ দশমিক ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রাবাহিত হচ্ছে। 
যমুনা নদীর পানি কমতে শুরু করায় নতুন করে কোন গ্রাম প্লাবিত হয়নি। বাঁধে আশ্রয় নেয়া বানভাসী মানুষ নিজ-নিজ বাড়িতে যাবার অপেক্ষায় আছে। বন্যায় প্লাবিত বিদ্যালয়গুলো থেকে পানি মেনে যেতে শুরু করেছে। তবে ৫৮ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এখনও পাঠদনের উপযোগী হয়নি। 
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, বন্যা কবলিত তিনটি উপজেলা সোনাতলা, সারিয়াকন্দি ও ধুনটে এ পর্যন্ত ১০০ টন চাল, নগদ ১৫ লাখ টাকা দেয়া হয়েছে।  
জেলা প্রশাসক মো. জিয়াউল হক প্রতিদিন বিভিন্ন উপজেলায় ত্রাণ তৎপরতা চালাচ্ছেন।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক দুলাল হোসেন জানান, বন্যার পানি নেমে না গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হচ্ছে না।

Similar Articles

Leave a Reply