You are here
Home > জাতীয় > ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সার্জেন্ট নিহত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সার্জেন্ট নিহত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আবুল বাসার (৩৬) নামে বাংলাদেশ বিমান বাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন।

আজ সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে ফরিদপুর সদরের ধূলদি এলাকায় পাওয়ার প্ল্যান্টের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আবুল বাসার সাতক্ষীরা জেলার আশাসুনি উপজেলার কাতরা গ্রামের আব্দুল আজিজ সর্দারের ছেলে। তিনি ঢাকায় বিমান বাহিনীর প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে যশোর বিমানবন্দরে বদলি করা হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা কংকন কুমার বিশ্বাস বলেন, ‘ছোট আকারের একটি কাভার্ড ভ্যানে বাড়ির মালামাল নিয়ে যাওয়ার সময় সার্জেন্ট আবুল বাসার এ দুর্ঘটনার শিকার হন। ধারণা করা হচ্ছে ওই কাভার্ড ভ্যানটি পেছন দিক থেকে সামনের একটি ট্রাককে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন বাসার।’

তিনি আরও বলেন, ‘আমরা গাড়ির বাম পাশের আসনে সার্জেন্টের মরদেহ দেখতে পাই। পরে তা উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে, চালক ও সহযোগী পালিয়ে গেছে।’

Similar Articles

Leave a Reply

Top