You are here
Home > জাতীয় > প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ডে বাংলাদেশ, মা-মেয়ে মনোনীত

প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ডে বাংলাদেশ, মা-মেয়ে মনোনীত

প্রথম বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডে অংশ নিচ্ছে বাংলাদেশ। ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে বাংলাদেশের মা-মেয়ে জুটি নাশিদ কামাল ও আরমিন মুসার গান ‘জাগো পিয়া’। অ্যাওয়ার্ডের বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম শাখায় ‘শুরুওয়াত’ নামে অ্যালবাম মনোনীত হয়েছে।

জাগো পিয়া’ গানটি লিখেছেন নাশিদ কামাল এবং কণ্ঠ দিয়েছেন তারই মেয়ে আরমীন মুসা। বার্কলে ইন্ডিয়ান এনসেম্বলের ‘শুরুওয়াত’ অ্যালবামের গান এটি। অ্যালবামে কাজ করেছেন ভারতের ওস্তাদ জাকির হোসেন ও শংকর মহাদেবানের সংগীত বোদ্ধারা।

গ্র্যামির অফিসিয়াল ওয়েবসাইটে এবারের মনোনীতদের তালিকা প্রকাশ হয়েছে। সেখানে পাওয়া গেছে এই নাম।

সেখান থেকে জানা যায়, অন্যান্য মনোনীতদের মধ্যে আছেন আনুষ্কা শংকর, মাশা তাকুমির মতো শিল্পীরা। সর্বোচ্চ নয়টি শাখায় মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন বিয়ন্সে।

উল্লেখ্য, গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫ তম আসর বসবে আগামী ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জলেসে। একই দিনে বসবে মি. অ্যাওয়ার্ড আসরও।

Similar Articles

Leave a Reply

Top