স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশা অনুযায়ী বর্তমান পুলিশ বাহিনী মানুষের কল্যাণে কাজ করছে।
তিনি বলেন, ১৯৭৫ সালে রাজারবাগে পুলিশের উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেছিলেন যে- তোমাদেরকে জনগণের পুলিশ হতে হবে। তোমরা বৈদেশিক উপমহাদেশীয় কোন শাসনকর্তার পুলিশ নও। তোমরা এদেশের পুলিশ। তোমাদের এদেশের মানুষের পাশে থাকতে হবে।
মন্ত্রী আরো বলেন, আপনারা ১৫-২০ বছর আগে যে পুলিশ দেখেছিলেন, সেই পুলিশের সঙ্গে বর্তমান পুলিশের অনেক পার্থক্য রয়েছে। তারা যেমন জীবন উৎসর্গ করে, তেমনি তাদের বুদ্ধিমত্তা দিয়ে ক্রাইম ডিটেকশনের জন্য সময় নেয় না।
আসাদুজ্জান খান কামাল শুক্রবার রাতে জেলার গাজীপুর পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সারা দেশে ৮২ হাজার ৫৮৩ জনকে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার পুলিশের পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত অন্যান্য বাহিনীর সদস্যদের শক্তিশালী করে তাদের দক্ষতা বৃদ্ধির জন্যও কাজ করছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু নারী পুলিশ তৈরি করার জন্য আমাদের আহ্বান জানিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি নারী পুলিশ গঠনের জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা নারী পুলিশ গঠন করে সেখানেও সফলতা পেয়েছি। করোনা মহামারিতে সন্তান যখন তার মায়ের লাশ হাসপাতালে ফেলে চলে যায়, তখন পুলিশ তার লাশ দাফন কার্য সম্পাদন করে।
জিএমপির কমিশনার মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। প্রধান বক্তা ছিলেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ।
অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। হাতি, ঘোড়ার গাড়ি, মোটরবাইক নিয়ে শোভাযাত্রাটি পুলিশ লাইনসে এসে শেষ হয়। এখানে বেলুন, পায়রা উড়িয়ে ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্ধোধন করা হয়