You are here
Home > জাতীয় > পশ্চিম রামপুরায় পাওয়ার সাব স্টেশনের আগুন নিয়ন্ত্রণে

পশ্চিম রামপুরায় পাওয়ার সাব স্টেশনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পশ্চিম রামপুরায় উলন গ্রিড পাওয়ার সাব স্টেশন হাউজের আগুন নিয়ন্ত্রণে এসেছে।  
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস।
আজ সোমবার সকাল সোয়া ৭টার দিকে পশ্চিম রামপুরা অফ দ্য রোড এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের উলন পাওয়ার হাউসে আগুন লাগে। 
‘দি লাইফ সেভিং ফোর্স বাহিন’ এর ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, সোমবার সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর রামপুরায় উলন গ্রিড সাব স্টেশনে আগুন লেগেছে। খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, ‘বৈদ্যুতিক সমস্যার কারণে আগুনের সূত্রপাত হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন ছাড়া এ বিষয়ে সুনির্দিষ্ট করে বলা যাবে না, ঠিক কী কারণে আগুন লেগেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এটিও তদন্ত সাপেক্ষ বলা যাবে’।
 

Similar Articles

Leave a Reply

Top