চলচ্চিত্র অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলার আসামি নাসির উদ্দিন মাহমুদ মাদক মালায় জামিন পেয়েছে এবং অমিকে দুই মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
নাসিরের কারগার থেকে বের হতে আর কোন বাধা নেই বলে জানান তার আইনজীবী আমিনুল ইসলাম লিটন।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম পাঁচ হাজার টাকার মুচলেকায় নাসির উদ্দিন মাহমুদসহ তার সাথে গ্রেফতার হওয়া তিন নারীকে জামিন দেন।যে নারীরা জামিন পেয়েছে তারা হলেন, লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধা।
পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে মানবপাচার ও পাসপোর্ট আইনের পৃথক দুই মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ রিমান্ডের আদেশ দেন।দুই মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে দশ দিন করে মোট বিশ দিনের রিমান্ডের আবেদন করেন।
মানবপাচার মামলাটির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঈনুল ইসলাম দুই দিনের পাসপোর্ট আইনের মামলার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় নাসির ও অমিকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমীদা তাদের পাচঁ হাজার টাকায় মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
গত ২৩ জুন বুধবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালত আসামিদের ৫ দিনের রিমান্ডে পাঠান।
সেই রিমান্ড শেষে গত মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) কামাল হোসেন আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
গত ১৫ জুন মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি আদালতে মাদক মামলার আসামি নাসির উদ্দিন ও অমিকে ৭ দিনের এবং গ্রেফতারকৃত তিন নারী লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধারকে তিন দিন করে রিমান্ড মন্জুর করেছিল।গত ১৯ জুন শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত মাদক মামলায় তিন নারীকে রিমান্ড শেষে কারাগারে পাঠান ।
গত ১৪ জুন সোমবার সাভার থানায় পরীমনি ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর উত্তরা এলাকায় ১ হাজার ইয়াবা বড়ি, বিদেশি মদসহ আসামিদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।