You are here
Home > জাতীয় > পরীমনিসহ অপর তিন আসামির মাদক মামলায় বিচার শুরু

পরীমনিসহ অপর তিন আসামির মাদক মামলায় বিচার শুরু

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেছেন আদালত।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালত আসামি পক্ষে অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে মামলাটি চার্জ গঠন করে আগামী ১ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।

মামলায় অপর দুই আসামি হলেন- পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার।

পরীমনিসহ আসামিরা নিজেদেরকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

গত ৪ অক্টোন্বর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (জি আর)শাখায় পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট পরীমনির দুই দিনের এবং আরো একদিন মোট সাত দিনের রিমান্ড শেষে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয় ।৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ চার্জশিট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন, পরদিন তিনি কারামুক্ত হন।

Similar Articles

Leave a Reply

Top