You are here
Home > জাতীয় > পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে আনা রিট খারিজ

পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে আনা রিট খারিজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আনা একটি রিট পিটিশন খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিভাগ।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

ড. এ কে আবদুল মোমেনের মন্ত্রী পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি শেষে আদেশের জন্য আজ সোমবার দিন ঠিক করেছিল ওই বেঞ্চ।

এ কে আব্দুল মোমেনের পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত ৫ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদের পক্ষে রিটটি করেন মোস্তাফিজুর রহমান আহাদ।

একটি অনুষ্ঠানে মন্ত্রীর দেয়া বক্তব্যে শপথ ভঙ্গ হয়েছে দাবি করে রিটে তার পদত্যাগ চাওয়া হয়। রিটে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও পররাষ্ট্রমন্ত্রীকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।

এর আগে গত ২১ আগস্ট এ বিষয়ে একটি লিগ্যাল নোটিশ দিয়েছিলেন রিটকারী আইনজীবী। 

Similar Articles

Leave a Reply

Top