You are here
Home > জাতীয় > নড়াইলে মাদক মামলায় এক মহিলার যাবজ্জীবন কারাদন্ড

নড়াইলে মাদক মামলায় এক মহিলার যাবজ্জীবন কারাদন্ড

জেলায় মাদক মামলায় অহিদা বেগম নামে এক মহিলাকে যাবজ্জীবন (আমৃত্যু)কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা  প্রদান করেছে আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। অহিদা বেগমর বাড়ি যশোরের শংকরপুর এলাকায়। সে ওই এলাকার শরিফুল ইসলাম খানের স্ত্রী।
এ মামলার অপর ৪ জনকে আসামীকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত।


মামলা বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৩ অক্টোবর নড়াইল ডিবি পুলিশের এসআই মোঃ রেজাউল করিমের নেতৃত্বে একটি দল মাদক দ্রব্য উদ্ধার অভিযন চালায়। এসময় সদর উপজেলার সদরের সীতারামপুর এলাকায় যশোর-নড়াইল সড়কে যশোর থেকে নড়াইল আসার সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে পুলিশ।

এসময় গাড়ীর চালক সহ৪ জন যাত্রীতে তল্লাশি করে সাজাপ্রাপ্ত মহিলার কাছ থেকে বিশেষ কায়দায় তৈরী পকেটে রাখা ১০০ গ্রাম হেরোইন  উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সদর থানায় ৫ জনকে আসামী  করে মামলা  দায়ের করা হয়।
উপযুক্ত সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক আসামীর উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন।  অপর আসামীদের বেকসুর খালাস দেয়া হয়।

Similar Articles

Leave a Reply

Top