You are here
Home > জাতীয় > নোয়াখালীতে ২৩৫০ লিটার ভোজ্যতেল জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীতে ২৩৫০ লিটার ভোজ্যতেল জব্দ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে মজুত করা ২ হাজার ৩৫০ লিটার ভোজ্যতেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ২টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ শুক্রবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

মো. কাউছার মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, ভোজ্যতেলের বাজার তদারকি, নিয়ন্ত্রণের লক্ষ্যে সকাল থেকে চৌমুহনীর বিভিন্ন স্থানে ভোজ্যতেল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। আমরা বাজারে তেলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, এসময় চৌমুহনী বাজারের এনএস ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও নিউ ভাই ভাই স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, জব্দ তেল সাধারণ ক্রেতাদের মাঝে খুচরা মূল্যে বিক্রি করা হয়। এ ২টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৩৫০ লিটার বোতলজাত তেল জব্দ করা হয়।

Similar Articles

Leave a Reply

Top