You are here
Home > জাতীয় > নোয়াখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩

নোয়াখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩

নোয়াখালীর সেনাবাগ ও কোম্পানীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় এক গৃহবধু ও দুই মাদ্রাসা ছাত্রসহ ৩ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলার উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের মগুয়া বাজার সংল্ন নুর ইসলাম মাস্টার বাড়িরে সামনের হাইস্কুল সড়কে ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল চালকসহ আরো দুই জন আহত হয়। নিহত লায়লা বেগম (৩৫) উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের দক্ষিণ তাহিরপুর গ্রামের হাসান আলী মুন্সি বাড়ির আবদুল হালীমের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিল। আহতরা হলো, নিহতের ভাগনি ফারজানা আক্তার (১৮) ও দেবর আব্দুল মোতালেব (২৬)।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের শিমুলতলী ফোরকানিয়া মাদরাসার সামনের বসুরহাট- নতুন বাজার সড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক মনিরুজ্জামান ইফাজ (২২) গুরুত্বর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলো, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দৌলত বেপারী বাড়ির কামরুজ্জামান শাহনূরের ছেলে গাজী মো.আশকার (১০), একই বাড়ির শহীদুল ইসলাম ফরহাদের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা দুজনই সম্পর্কে আপন মামা ভাগিনা এবং বসুরহাট পৌরসভার কেজি স্কুল রোডের দারুল আকরাম মাদরাসার তৃতীয় ও প্রথম জমাতের ছাত্র ছিল।

কোম্পানীগঞ্জ থানার (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, স্থানীয়রা দুর্ঘটনা কবলিত ট্রাক-মোটরসাইকেল আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক-মোটরসাইকেল তাদের হেফাজতে নেয়। তবে ঘাতক ট্রাক চালক ঘটনার সাথে সাথে পালিয়ে যায়। নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে পরবর্তি আইগনত ব্যবস্থা নেয়া হবে।

Similar Articles

Leave a Reply

Top