You are here
Home > জাতীয় > নাসিক নির্বাচনে আইভীসহ ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নাসিক নির্বাচনে আইভীসহ ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ছয়জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যাচাই-বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
অন্য বৈধ মেয়র প্রার্থী হলেন- স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস। 
প্রার্থীদের দেয়া সব তথ্য যাচাই করার পর সঠিক পেয়ে সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, ব্যাংক বিভাগ, আয়কর বিভাগের উপস্থিত প্রতিনিধিদের অনাপত্তি প্রদান সাপেক্ষে তাদের বৈধ ঘোষণা করা হয়। 
বাছাইয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম বাবু ও মো. সুলতান মাহমুদের মনোনয়ন বাতিল করা হয়। তাদের মনোনয়নপত্র বাতিল হওয়া প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, দু’জনের প্রার্থীতায় ভুল তথ্য দেয়া ও ঋণ খেলাপি থাকায় বাতিল করা হয়। বাকিদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। যারা বৈধ হননি তারা চাইলে আপিল করতে পারবেন।

Similar Articles

Leave a Reply

Top