জেলার সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি ঘটনায় অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানায়, সকালে ঘন কুয়াশা ছিল নদীতে। সেসময় বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি লঞ্চের ধাক্কায় ৪০/৫০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। অনেকেই সাঁতরিয়ে তীরে আসতে পারলেও ৮/১০ জন যাত্রী নিখোঁজের খবর পাওয়া গেছে। তিনি জানান, ঢাকা এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল উদ্ধার কাজে রয়েছে। দুপুর একটা পর্যন্ত কোন মৃতদেহের সন্ধান পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চর বক্তাবলী থেকে ধর্মগঞ্জ খেয়া ঘাটের দিকে আসতে থাকা ট্রলারটি মাঝ নদীতে ডুবে যায়। ট্রলারটিতে চল্লিশ জনের মতো যাত্রী ছিলো। কুয়াশার কারনে দুর্ঘটনাটি ঘটে। পার্শ্ববর্তী ইট ভাটার শ্রমিক ও সব্জি ব্যবসায়ীরা এক শিশুসহ ত্রিশজন যাত্রীকে উদ্ধার করে।