প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোর জেলার অসহায় মানুষের জন্যে ২৮ হাজার ২০০ কম্বল পাঠিয়েছেন। জেলার সাতটি উপজেলা পর্যায়ে এসব কম্বল বিতরণ করা হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা প্রশাসক শামীম আহমেদ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, রেলস্টেশনের প্লাটফর্ম অবস্থানকারী ব্যক্তিদের মধ্যে ৩৬০টি কম্বল বিতরণ করেন।
জেলা প্রশাসক বলেন, আজ রাতে সরেজমিনে অসহায় মানুষের অবস্থা পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক কম্বল বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
কদিমসাতুরিয়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা শত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। এরপর নাটোর রেলস্টেশনের প্লাটফর্মে অবস্থানকারী ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়। মোমিনপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবার এবং শহরের বাইপাস এলাকায় বসবাসকারী দরিদ্র পরিবারে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী সালাহউদ্দিন-আল-ওয়াদুদ, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর জুয়েল আহমেদ প্রমুখ।