You are here
Home > জাতীয় > দেশে ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত কমেছে, মৃত্যু ও সুস্থতা বেড়েছে

দেশে ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত কমেছে, মৃত্যু ও সুস্থতা বেড়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত কমেছে, তবে মৃত্যু ও সুস্থতা বেড়েছে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ৩২ হাজার ৫৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৩৮ জন। গত ২৪ ঘন্টায় ৩০ হাজার ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫ হাজার ২৩ জন। গতকালের চেয়ে আজ করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৬৫ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ১৬ দশমিক ৫০ শতাংশ। আজ তা কমে হয়েছে ১৪ দশমিক ৮৫ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৯ লাখ ৯৫ হাজার ৯৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ২৮ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ৮ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ২০ জন। আজ ২৮ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১৯ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৪৫৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ হাজার ৯৯৩ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ। গতকাল এই হার ছিল ১৭ দশমিক ৪৪ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন।
আজ ঢাকা বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ২ জন করে এবং বরিশাল ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে ময়মনসিংহ বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছে ১৩ হাজার ৮৫৩ জন। গতকাল সুস্থ হয়েছে ৮ হাজার ৮২১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন। সুস্থতার হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৭ দশমিক ৪০ শতাংশ।

Similar Articles

Leave a Reply

Top