You are here
Home > জাতীয় > দেশে গত ২৪ ঘন্টায় ১৯৬ জন করোনায় আক্রান্ত

দেশে গত ২৪ ঘন্টায় ১৯৬ জন করোনায় আক্রান্ত

দেশে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৭২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৫ হাজার ৮৯৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৫৮ জন। এ সময়ে সংক্রমণ কমেছে দশমিক ২৩ শতাংশ।
বৃহস্পতিবার করোনায় শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩৮ শতাংশ। আজ সামান্য কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ১৫ শতাংশে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের দিনও এই রোগে আক্রান্ত হয়ে একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৯১১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১০ হাজার ৯৪৪ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৫ হাজার ৮৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২২ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৩১৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১১৭ জন। শনাক্তের হার ৩ দশমিক ৫২ শতাংশ।

Similar Articles

Leave a Reply

Top