You are here
Home > জাতীয় > দেশে আজ কোভিড-১৯ এ মৃত্যু ৩১ জন; আক্রান্তের হার বেড়েছে ১ দশমিক ৪৪ শতাংশ

দেশে আজ কোভিড-১৯ এ মৃত্যু ৩১ জন; আক্রান্তের হার বেড়েছে ১ দশমিক ৪৪ শতাংশ

দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ মারা গেছেন ৩১ জন। আর আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫০১ জন। 
গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৪৪ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ২৯ দশমিক ৭৭ শতাংশ।
আজ ৩১ জনসহ এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ৩৫৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জন। গতকাল ৪৩ হাজার ৬  জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৮৩ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৬৮২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ৯৩৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭ হাজার ২৮৩ জন। শনাক্তের হার ২৮ দশমিক ০৭ শতাংশ। গতকাল এই হার ছিল ২৩ দশমিক ৫৮ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন।
আজ ঢাকা বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ৫ জন, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ৩ জন করে, চট্টগ্রাম বিভাগে ২ জন, রাজশাহী ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে বরিশাল বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন। সুস্থতার হার ৮৭ দশমিক ১৮ শতাংশ।

Similar Articles

Leave a Reply

Top