You are here
Home > জাতীয় > দেশের বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

দেশের বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

দেশের বিভিন্ন স্থানে আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে।
বাসসের জেলা সংবাদাতাদের পাঠানো সংবাদে জানা যায়-
নাটোর : বেলা ১১টায় অনলাইন প্লাটফর্মে জেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন প্রয়োজন খাদ্যের গুণগতমান তথা নিরাপদ খাদ্য নিশ্চিত করা। তবেই খাদ্যের পুষ্টি নিশ্চিত হবে, গড়ে উঠবে মেধাবী জাতি। 
নিরাপদ খাদ্যের জন্যে উৎপাদন ও বিক্রয়িকতা পর্যায়ে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে খাবারের নমুনা পরীক্ষা, বাজার মনিটরিং, প্রশিক্ষণ প্রদান, ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা, উৎপাদন পর্যায়ে লাইসেন্স প্রদান কার্যক্রমে আরো যতœশীল হওয়ার উপরে গুরুত্ব আরোপ করেন বক্তারা।
সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হারুন-অর-রশীদ, সমাজ সেবা জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ নাটোরের সভাপতি শামীমা লাইজু নীলা প্রমুখ। সভায় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ স্বাগত বক্তব্য দেন।
নীলফামারী : বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগীতায় কর্মসূচির আয়োজন করে নিরাপদ খাদ্য কতৃপক্ষ।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভুঁইয়া, জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ দপ্তরের সহকারি পরিচালক মো. সামছুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আফজাল হোসেন, জেলা সমাজ সেবা দপ্তরের উপ-পরিচালক এমদুদুল হক প্রামানিক, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক দুলাল হোসেন, নীলফামারী প্রেস ক্লাবের সহসভাপতি ইসরাত জাহান পল্লবী। অনুষ্ঠান পরিচালনা করেন নিরাপদ খাদ্য কতৃপক্ষের পরিদর্শক গনেশ চন্দ্র রায়। 
অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন হোটেল রেস্তোরার মালিকসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শিশির রঞ্জন অধিকারী। এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তরুন কান্তি সিকদার, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, ইত্তেফাক এর স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী, বাংলাদেশ বেতারের মাহমুদ হোসেন শুকুর, জেলা ক্যাব এর সভাপতি জিয়াউল আহসান, জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক গোলাম মাওলা নকিব, সাংবাদিক হাসিবুল আহসান। জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মশিয়ার রহমান নিরাপদ খাদ্য দিবস পালন উপলক্ষে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনা সভায় পিরোজপুরের ব্যবসায়ীগণসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
বান্দরবান: দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে বান্দরবান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয় এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতি বিবেচনায় সামাজিক দূরত্ব নিশ্চিত করে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফরাজী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো.রফিকুল ইসলাম,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি: বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহযোগিতায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট শানজিদা মুস্তারী প্রমুখ।
মেহেরপুর: বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল হুদার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু প্রমুখ।

Similar Articles

Leave a Reply

Top