You are here
Home > জাতীয় > দুর্ঘটনা > গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

গাজীপুর প্রতিনিধি:

জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে দূর্বৃত্তরা রেললাইনের পাতের বেশ কিছু অংশ কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে গাজীপুরের ভাওয়াল রেল স্টেশনের অদূরে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই সড়কে সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোররাত চারটা থেকে সোয়া চারটার দিকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে যায়। কিছুদুর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। আমরা শুনেছি দুর্বৃত্তরা রেল লাইনের কিছু অংশ কেটে নিয়ে যাওয়ার ফলে ওই পথ অতিক্রমকালে এমন দুর্ঘটনা ঘটেছে। এর পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুট ব্যবহারকারী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় আহত হলেও তাদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি ঢাকায় রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সকাল ৮’টার দিকে উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছে। এ ঘটনার পর ঢাকা থেকে ওই পথে চলাচলকারী সকল ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ঘটনাটি একটি নাশকতা বলে জানিয়েছন স্টেশন মাস্টার হানিফ আলী।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেছেন, এটা সাধারণ কোনও দুর্ঘটনা নয়। নাশকতার উদ্দেশ্যে রেললাইন কেটে রাখা হয়। আমরা ঘটনাস্থলে এসে গ্যাস সিলিন্ডার পেয়েছি। রেললাইন কাটার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করেছে দুর্বৃত্তরা।

গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলে ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়েছে। সকাল পৌঁনে ৯টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছে। এরপর উদ্ধারকারী দল লাইন সংস্কারে কাজ শুরু করে।

বুধবার ভোররাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের আসলাম হোসেন (৩৫)। এঘটনায় লোকোমাস্টার এমদাদুল হক, সহকারী লোকামোস্টার সজিব মিয়া গুরুতর আহত হয়েছেন।

গাজীপুর জেলা প্রসাশক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেষ্ট হুমায়ুন কবিরকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

বিকেল সাড়ে ৪টার দিকে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। সন্ধ্যার মধ্যে রেললাইন মেরামত সম্পন্ন হবে বলে নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন

ঘটনার পরপরই গাজীপুর জেলা প্রশাসক, শ্রীপুর উপজেলা নির্বাহী, গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন, র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Similar Articles

Leave a Reply

Top