You are here
Home > জাতীয় > দুই শিশু ধর্ষণ মামলায় কলেজ ছাত্রের কারাদণ্ড

দুই শিশু ধর্ষণ মামলায় কলেজ ছাত্রের কারাদণ্ড

রাজধানীর দক্ষিণখানে দুই শিশুকে ধর্ষণ মামলায় কলেজ ছাত্র সিফাত ভূঁইয়াকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম শামসুন্নাহার এ রায় দেন।

ঘটনার সময় সিফাতের বয়স ১৪ বছর হওয়ায় শিশু বিবেচনায় এই দণ্ড দেওয়া হয়।

রায়ে বিচারক বলেন, ‘আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। যদিও এ ধারায় আসামির সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু আসামি একজন শিশু। শিশু আইনে এমন দণ্ডে বাধা আছে। সেসব বিষয় বিবেচনা করে আসামিকে ধর্ষণের অভিযোগে শিশু আইনে ৬ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাকে আরও ২ মাস বিনাশ্রম কারাগারে থাকতে হবে। ’

মামলায় তিনি অভিযোগ করেন, বাদিনী গত ২০১৭ সালের ১৯ জুন শ্বশুর অসুস্থায় হওয়ায় দুই শিশুকে বাসায় রেখে  হাসপাতালে যান। মাগরিবের নামাজের পর তারা বাসায় ফিরে আসেন। এর কয়েকদিন পর ২৫ জুন তার মেয়ে বিষয়টি জানান। বিস্তারিত জেনে তিনি দক্ষিণখান থানায় ২৭ জুন  মামলাটি দায়ের করেন।দুই শিশুরা হলেন আসামি সিফাতের ফুফাতো ও চাচাতো বোন।

ওই বছরের ২০ সেপ্টেম্বর দক্ষিণখান থানার উপপরিদর্শক সুজন হক আসামি সিফাত ভূঁইয়াকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

Similar Articles

Leave a Reply

Top